ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মায় নৌকা ডুবি, ২ নারীর মৃত্যু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ১৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। 

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকালে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

রাজশাহী নৌ-পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়েন। তবে অন্যরা সাঁতরে তীরে উঠে যান। পরে স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পরে আইনী প্রক্রিয়ায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ওবাইদুর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি