ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে শুরু হলো দু’দিনব্যাপী সাহিত্য মেলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৫৮, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা কেন্দ্র করে লেখক- সাহিত্যকের মিলনমেলায় পরিণত হয়েছে পটুয়াখালী ডিসি স্কোয়ার। 

বুধবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১টায় ডিসি স্কোয়ার মাঠে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজি কানিজ সুলতানা হেলেন এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিম চন্দ্র দে।

এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সম্মিলিত সাংস্কতিক জোট সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

দুই দিনব্যাপী মেলায় স্থানীয় ও ঢাকার শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে এ সাহিত্য মেলা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি