ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ভাসানীর ভক্ত ও অনুসারীরা সন্তোষে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন করে। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরহাদ হোসেন মাজারে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

প্রতিবছরের মত এবারও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মাওলানা ভাসানীর মাজার চত্তরে রান্না করা খাবার বিতরণ, দোয়া মাহফিল ও  আলোচনা সভা। 

এদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি