বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলের মৃত্যু
প্রকাশিত : ১৮:৩২, ১৭ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:৩৪, ১৭ নভেম্বর ২০২২
ফাইল ছবি
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত নৌকায় মাছ শিকারে গিয়ে জাল ফেলার সময় সাগরে পড়ে এক জেলের মৃত্য হয়েছে। কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন ধুলাসারের নয়াকাটা গ্রামের ওই হতভাগ্য জেলের নাম নিজাম (৪৬)।
মহিপুর থানা পুলিশ জানায়, সাগরে জাল ফেলার সময় জালের সঙ্গে পা আটকে পানিতে পড়ে যায় জেলে নিজাম। এর কিছুক্ষণ পরে জাল টেনে সঙ্গীয় জেলেরা তাকে নৌকায় তুলতে সক্ষম হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে পাঁচ জেলেসহ নৌকাটি মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই জেলে নৌকায় থাকা মৃত নিজামের সহকর্মী জামাল মাঝি দাবি করেন, নিহত নিজামের পা আকস্মিক জালের সাথে আটকে গিয়ে সাগরে ছিটকে পড়ে মুহূর্তে তলিয়ে যায়। এরপর তাকে মৃত অবস্থায় তারা উদ্ধার করে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জেলে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। সঙ্গীয় জেলেদের এবং নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এসি
আরও পড়ুন