লালপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে-নাতি নিহত
প্রকাশিত : ১৭:২৭, ১৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:২৮, ১৮ নভেম্বর ২০২২
নাটোরের লালপুরে যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ডেবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বিরোপাড়া গ্রামের একই পরিবারের শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (৩০), ও নাতি ইভান (৫)।
স্থানীয়রা জানায়, শহিদুল ইসলাম তার ছেলে ও নাতিকে নিয়ে লালপুরে দাওয়া খেতে যাচ্ছিলেন। সোহাগ মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় ডেবরপাড়া পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
আরও পড়ুন