ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ কিশোর নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরের সদরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার আকটের চর ইউনিয়নের আমজেদ ব্যাপারীর বাড়ির সামনে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো তামিম ব্যাপারী (১৬) ও রিমন শেখ (১৭)। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নশ্চিত করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় হানিফের ডাঙ্গী গ্রামের লুৎফর রহমানের ছেলে হিরা (১৯) আহত হয়েছেন। তাঁকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত তামিম এবং রিমন আবুল গফফারের পুত্র। উভয়ের বাড়ি সদরপুর উপজেলার সারেং ডাঙ্গি এবং হানিফের ডাঙ্গি এলাকায়। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি