ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেরপুরে প্রথমবার ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৩০, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শেরপুরে প্রথমবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মজিবর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান। 

নিহত মজিবরের বাড়ি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মজিবর জ্বরে আক্রান্ত হয়ে ১৬ নভেম্বর শেরপুর ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হলে তাকে প্রথমে ডেঙ্গু ওয়ার্ডে ও পরে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

হাসপাতালের আরএমও ডাঃ মোঃ খাইরুল কবির সুমন জানান, মজিবর রহমান গত ১৮ নভেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে তাকে ডেঙ্গু ওয়ার্ড ও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে মারা যান। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য জানান, সন্ধ্যা পর্যন্ত ১০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এরমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২ জন ভর্তি হওয়ায় এখন ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুর হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, শেরপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি