নেত্রকোনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশিত : ১৮:২৪, ১৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:২৬, ১৯ নভেম্বর ২০২২
নেত্রকোনার পূর্বধলা থানার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারের তালতলা মোড় এলাকার রাস্তার পাঁশে কলা গাছের নীচ থেকে এক অজ্ঞাত নারীর (৩২) লাশ উদ্ধার করেছে। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন।
খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার জানান, শনিবার সকালে এলাকাবাসী তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলা গাছের নীচে একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমি ঘটনাস্থলে পৌছে থানা পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করি। পুলিশ সকাল ৯টায় দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল রিপোর্ট তৈরি করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, সুরত হাল রির্পোট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুইদিন আগে মহিলাটিকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখেছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন