ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই: কাদের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ১৯ নভেম্বর ২০২২ | আপডেট: ২০:১৯, ১৯ নভেম্বর ২০২২

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ক্ষমতা পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনে আর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনে বড় জ্বালা, নিজের টাকায় শেখ হাসিনার পদ্মা সেতু করেছেন, চ্যানেল করেছেন, মেট্রোরেল করেছেন, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। দিনের আলোতে বিএনপি তাই অন্ধকার দেখে। 

এসময় বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরে এসে দেখেন মানুষের ঢল কাকে বলে! সিলেটে মানুষের ঢল নাই। এখানে বঙ্গোপসাগরের তরঙ্গ জেগেছে। দেখুন, সিলেটের পাঁচ জেলায় আর এখানে মহানগরে। 

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা খোয়াব দেখেন ক্ষমতা পরিবর্তনের। ক্ষমতা পরিবর্তন চাইলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। নির্বাচনের বিকল্প পথ নাই। ডিসেম্বরে খেলা হবে, আন্দোলনে খেলা হবে। একটা মিছিলই করতে পারেন না!

এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান, ভোট চুরি, দুর্নীতি ও হাওয়া ভবনের বিরুদ্ধে। খেলা হবে, আপনারা প্রস্তুত থাকুন।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, অর্থনীতি, স্বাস্থ্য, আইসিটিসহ সব খাতে ঈর্ষনীয় উন্নয়ন হয়েছে। ১৪ বছরে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। গত ১৪ বছরে এক কোটি টন খাদ্য উৎপাদন বেড়েছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবাহান গোলাপ এমপি বলেছেন, উন্নয়নে অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে। ততবার সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হয়েছে।

গাজীপুর মহানগরের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ইকবাল হোসেন সবুজ এমপি, রুমানা আলী টুসী, আতাউল্লাহ মন্ডলসহ শহর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকিসহ সিনিয়র নেতারা সম্মেলনের উদ্বোধন করেন। সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বেলা ৩টার দিকে মঞ্চে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উপলক্ষে সকাল থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল ভাওয়াল রাজবাড়ী মাঠে আসতে শুরু করেন। রঙ বেরঙের প্লাকার্ড, টুপি নিয়ে বাদ্যের তালে নেচে গেয়ে নিজ নিজ নেতার পক্ষে শ্লোগান দিয়ে মাঠে আসেন তারা। দুপুর ১২টার আগেই পুরো মাঠ নেতাকর্মীদের ভিড়ে পূর্ণ হয়ে যায়।  

সম্মেলন শেষে বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খানকে ফের সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক করে নতুন মহানগর কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এআর/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি