ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ২০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে বিএনপির কার্যালয় থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু ও ২টি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় থেকে এইগুলো উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বিস্ফোরক আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তুগুলো কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে রেখে গেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। 

এঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করার সত্যতা নিশ্চিত করে  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি