ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো জেলের লাশ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬, ২১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.


মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের তিনদিন পর মোংলার পশুর নদীতে জেলে বশিরের লাশ ভেসে উঠেছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টায় ভেসে ওঠা মরদেহটি কানাইনগর এলাকার লোকজন উদ্ধার করে। 

এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১টায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে মোঃ বশির (৩৮) সে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে নদীতে নিখোঁজ হওয়া জেলে বশিরের লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি