ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধানক্ষেতে মিললো নিখোঁজ গোয়ালার মরদেহ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে বিনয় চন্দ্র মণ্ডল (৬০) নামে এক গোয়ালার মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

সোমবার সকালে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের ধান ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহত বিনয় চন্দ্র মণ্ডল একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়ালা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পাশের গ্ৰামে তফসের আলী নামে এক ব্যক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

সোমবার সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজন ও থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে স্বজনরা মরদেহ শনাক্ত করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি