ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

কুপ্রস্তাবে অতিষ্ঠ বিধবা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২১ নভেম্বর ২০২২

ঝালকাঠি রাজাপুরে এক সদ্যবিধবা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা করেছে।

এর আগে রোববার দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চাড়াখালী গ্রামের নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।

নিহতের স্বামীর পরিবার জানায়, মৃত নাসরিন বেগমের বাবার বাড়ি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় ও বিয়ের পর এখনও তার কোনো সন্তান হয়নি। রাজাপুর চাড়াখালী গ্রামের মামুন হোসেনের সঙ্গে বিয়ের পর সে স্বামীর বাড়িতে থাকতেন। স্বামী মামুন কর্মস্থল ঢাকায় থাকলেও মাঝে মাঝে বাড়ি আসতেন। তিনমাস পূর্বে হঠাৎ মামুনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। 

এরপর থেকে গৃহবধূ নাসরিন বাপের বাড়ি ফিরে না গিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীরা জানান, প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে মাদকাসক্ত জাহিদ তালুকদার নাসরিন বেগমকে নিয়ে এলাকায় কুরুচিপূর্ণ অপবাদ ছড়ালে তার আত্মসম্মানে লাগে। বখাটে জাহিদ বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বিধবা নাসরিন অতিষ্ট হয়ে উঠেছিলেন বলে জানান এলাকাবাসীরা।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র জানান, নাসরিনের লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি