ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জেলা আ’লীগের সম্মেলন, তোরণ-ব্যানার-ফেস্টুনে ঢেকেছে লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ২২ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:২৪, ২২ নভেম্বর ২০২২

জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সামনে রেখে লক্ষ্মীপুর এখন যেন তোরণ, ব্যানার আর ফেস্টুনের শহর। অলিগলি থেকে শুরু করে সড়ক ও দেয়ালে ঝুলছে নানা রঙের ব্যানার-ফেস্টুন। 

১৭ কিলোমিটার সড়কে তৈরি করা হয়েছে বর্ণিল ১০৯ তোরণ।

পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে এভাবেই প্রচারণা চালাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্মেলনে অতিথি কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। 

সম্মেলন ঘিরে লক্ষ্মীপুর এখন এক নতুন শহরে রূপ নিয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি