ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহীর চারঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে।

আদালতের পিপি সৈয়দ শামসুন্নাহার জানান,‘২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে চারঘাট উপজেলার কাবাবীপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আসামি উজ্জ্বল তাকে জোর করে আখ খেতে নিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। লোক লজ্জায় ওই ছাত্রী কাউকে জানায়নি। 

‘কিন্তু এক নারী বিষয়টি দেখে ফেলে এবং ওই স্কুলছাত্রীর পরিবারকে জানায়। এ ঘটনার পরদিন ওই ছাত্রীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।’

আইনজীবী বলেন, ‘মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি উজ্জ্বলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি