ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নয়ন নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারসহ ৮ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ২৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে নিহত নয়নের পিতা মোঃ রহমত উল্লাহ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) সামিউল আলমের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, পুলিশ পরিদর্শক তদন্ত তরুণ কান্তি দে,পুলিশ পরিদর্শক আফজাল হোসেন খান, উপ-পরিদর্শক বিকিরণ চাকমা, কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস, কনস্টেবল শফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও ৮-১০ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, কুমিল্লার বিভাগীয় সমাবেশ সফল করার জন্য লিফলেট বিতরণ শেষে ফেরার সময় শার্টগানের গুলিতে নিহত হন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন।

এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিহত নয়নের বাবা রহমত উল্লাহ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি