ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোটর শোভাযাত্রা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২৩ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে আগমন উপলক্ষে বেনাপোলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ আনন্দ ও প্রচার মিছিল বের করেছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও শার্শা উপজেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বেনাপোলে আনন্দ ও প্রচার মিছিল বের করা হয়।

বুধবার সকালে শত শত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দর‌্যালী বেনাপোল বাজার প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত পথসভায় আকুল হোসাইন বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমান, সাবেক সহ-সভাপতি নাসির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হোসেন, মিকাইল হোসেন, শাহাবুদ্দিন, কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি