ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাল্য বিয়েকে না বলে ৭০০ শিক্ষার্থীর শপথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২৪ নভেম্বর ২০২২

নাটোরে ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’- উল্লেখ করে দৃপ্ত শপথ নিয়েছেন ৭০০ শিক্ষার্থী। 

বাল্য বিয়ে প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

পলিসি ফর ডায়ালগ (পিফরডি)’র সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলা প্রশাসক বলেন, “বাল্য বিয়ে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্য বিয়ে না দেওয়ার শর্তে, অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।”

সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৭শ’ শিক্ষার্থী বাল্য বিয়ে বিরোধী শপথ গ্রহণ করেন এবং বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি