ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে নারী সহিংসতা মুক্ত সংস্কৃতি বিকাশে সাইকেল র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ২৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নারী ও কন্যাশিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা দূর করার লক্ষ্যে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের কর্মসূচি উদ্বোধন হরা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী মুজিব চত্তরের সামনে থেকে ‘সমতায় যাত্রা-তারুণ্যের সাইকেলমার্চ’ শীর্ষক সাইকেল র‌্যালি বের করা হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেওয়ান মাহবুবুর রহমান। পরে তিনি র‌্যালীতে অংশ নেন।

র‌্যালিটি মুজিব চত্তর থেকে বের হয়ে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তা শেষ হয়। 

কর্মসূচিতে অংশ নেন সামাজিক সংগঠন প্রাণ, এনআরডিএস, বন্ধন, এসএইচবিওসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 
এর আগে মুজিব চত্তরে ঐক্যবন্ধনে অংশ নেন তারা।

আয়োজকরা জানান, বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা মুক্ত সংস্কৃতির বিকাশে তরুণদের অংশগ্রহণে এ কর্মসূচি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি