ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাটি নিয়ে বাজারে যাচ্ছিলেন বৃদ্ধা ফাতেমা, পথে চাপা দিল ট্রাক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অভাবের সংসারে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে কোনো রকমে সংসার চালাতেন ফাতেমা বেগম (৫৬)। কিন্তু ঘাতক ট্রাক বাচঁতে দিলো না ফাতেমাকে। শীতল পাটি বিক্রির উদ্দ্যেশে বাজারে যাওয়ার পথে তাকে চাপা দেয় ট্রাক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতের তৈরি করা শীতল পাটি নিয়ে বাজারে যাচ্ছিলেন ফাতেমা বেগম।  এসময়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফাতেমাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ফাতেমা মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকার মৃত লাতু মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সদর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য শামীমা আক্তার সাথী বলেন, নিহত ফাতেমা অনেক কষ্ট করে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে সংসার চালাতেন। তার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি