ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়।

এতে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানা উদ্ভাবন অনুষ্ঠানের অতিথিদের মুগ্ধ করে। 

পরে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলোকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিব হাসান, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার স্বর্ণালী রহমানসহ আরও অনেক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি