সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট
প্রকাশিত : ১০:২৫, ২৫ নভেম্বর ২০২২
পরিবহন শ্রমিকদের সাথে দুর্বব্যবহার, গাড়ী আটক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেন তারা। হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বাস টার্মিনালে সংকুলান না হওয়ায় রাস্তার পাশে গাড়ি রাখতে হয়। কিন্তু বিনা নোটিশে ট্রাফিক সার্জেন্টের গাড়ি আটক, মামলা দেয়াসহ শ্রমিকদের সাথে খারাপ আচরণের অভিযোগও করেন তারা।
এতে ক্ষুদ্ধ হয়ে এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। তবে পুলিশের দাবি, কাগজপত্র না থাকায় ও যানজটের সৃষ্টি করায় মামলা দেয়া হয়।
এসবি/
আরও পড়ুন