ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুরে তুলা গোডাউনের আগুন নিয়ন্ত্রণে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৫ নভেম্বর ২০২২

গাজীপুরের ভবানীপুরে মোশারফ কম্পোজিট কারখানায় তুলার গোডাউনে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় আগুনে পুড়ে গেছে গোডাউনের তুলা ও অন্যান্য মালামাল। 

সকাল ৯টার দিকে এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে সকাল ৯টার দিকে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় আগুনে পুড়ে যায় গোডাউনে রাখা তুলা ও অন্যান্য মালামাল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি