শ্রীমঙ্গলে নাগরিক পরামর্শমূলক সভায় ১০ সংসদ সদস্য
প্রকাশিত : ১৫:৩৪, ২৬ নভেম্বর ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক পরামর্শমূলক সভায় যোগ দিয়েছেন ১০ জন সংসদ সদস্য।
শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে এ ‘মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফম সভায় যোগ দেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু) এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চোয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারসহ ইউএনডিপি বাংলাদেশ, এটুআই ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
সভায় সংসদ সদস্য ও জনগণের সহজ যোগাযোগের বিষয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
এএইচ
আরও পড়ুন