ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্যানে পাওয়া গেল ১ কেজি স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ২৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইঞ্জিনচালিত ভ্যান থেকে এক কেজি ওজনের ৯টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে না পারলেও পাচার কাজে ব্যবহৃত ভ্যানটি জব্দ করেছে বিজিবি। 

শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী কাগজপুকুর এলাকায় চলাচলকারী একটি ইঞ্জিনচালিত ভ্যান গতিরোধ করতে গেলে চালক ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি ক্যাম্পে নিয়ে যাত্রী বসার স্থানে সুকৌশলে রাখা ৯টি সোনার বার পাওয়া যায়।

যার ওজন এক কেজি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৯৩ লাখ টাকা। 

পালিয়ে যাওয়া ভ্যানচালক শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মহর আলীর ছেলে মিলন হোসেন (৩৫)। পলাতক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি