সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা
প্রকাশিত : ১২:৪৩, ২৭ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৪৭, ২৭ নভেম্বর ২০২২
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত ও র্যাব সদস্য আহতের ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি।
তিনি জানান, ২৩ নভেম্বর মামলাটি করেন ডিজিএফআই কর্মকর্তা আনোয়ার হোসেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ৬৬ জনকে।
গত ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় ডিজিএফআই ও র্যাবের যৌথ মাদকবিরোধী অভিযানে হামলা চালায় মাদক পাচারকারীরা। এসময় ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী নিহত ও এক র্যাব সদস্য আহত হন।
এএইচ
আরও পড়ুন