ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে প্রাইমারি স্কুলের ৭৬টি ভবন হস্তান্তর করলো ইউনিসেফ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২৭ নভেম্বর ২০২২

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কক্সবাজারে নতুনভাবে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬টি নতুন ভবন ও ৩৬টি স্কুলের সংস্কার করে দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। 

রোববার  দুপুর ১২টার দিকে এই নতুন ভবন হস্তান্তর করা হয়।

ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত।  

সম্মেলনে অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী ও উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 

গ্লোবাল পার্টনারশীপ ফর এডুকেশন (জিপিই)’র অর্থায়নে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় স্কুলগুলো নির্মাণ করে দেয় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। 

পরে বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে কাগজপত্র হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি