ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘরে ফিরে মা দেখেন খাটের নিচে ছেলের মরদেহ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫, ২৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছার সায়েমপাড়া গ্রামে রাহুল হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মা সার্জিনা বেগম বাইরে থেকে ফিরে ঘরে এসে দেখেন খাটের নিচে তার ছেলের মরদেহ। 

রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেয়া হয়। 

মৃতের চাচা রাহাজান আলী জানান, রাহুল স্থানীয় কাওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বড় বোন রবিলা খাতুনের সন্তান ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাই তার মা সার্জিনা বেগম সেখানে অবস্থান করছেন কয়েক দিন ধরে। শনিবার সকালে তার বাবা শাহজাহান আলী ছেলেকে বাড়িতে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। 

দুপুর আড়াইটার দিকে মা ও বাবা বাড়ি ফিরে ছেলে রাহুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘরে বিছানা করার সময় দেখতে পান ছেলে রাহুল খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে। 

মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে খাটের নিচ থেকে মরদেহ বের করে আনেন। 

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এসআই সুমন বিশ্বাস গভীর রাতে শিশুটির লাশ উদ্ধার করেন। রোববার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

রাহুলের মৃত্যুর কারণ অনুমান করতে পারছেন না তার পরিবারের সদস্য ও পুলিশ। শিশু পুত্রের এমন মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস জানান, মৃত রাহুলের মুখে ও দাঁতে রক্ত, বামহাতের কনুই এবং আঙ্গুলের পাশে ছেচড়ে যাওয়ার দাগ রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি