ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেলে দেয়া ড্রামে পা দেখে মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ২৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের নলডাঙ্গায় ড্রামের মধ্য থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সেনভাগ মফাপাড়া তেলকুপি সড়কের পশ্চিম পাশে ব্রীজের নিচে ফেলে যাওয়া একটি টিনের ড্রামের মধ্যে বস্তাবন্দি ওই মরদেহটি পাওয়া যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল জানান, সেনভাগ-তেলকুপি সড়কের পশ্চিম পাশে ফেলে যাওয়া টিনের ড্রামে পা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে এখানে কে বা কাহারা ফেলে গেছে। 

রাজশাহী বিভাগীয় সিআইডির ফরেনসিক ল্যাবের সদস্যরা এসে ড্রামের মধ্যে থেকে লাশ বের করেন। পরে মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি