ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

গুলি করে রোহিঙ্গা ক্যাম্পের মাঝিকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ৩০ নভেম্বর ২০২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি শাহাব উদ্দীনকে (৩৫) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেক মোহাম্মদ আলী।

নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০-৩০ জন সশস্ত্র  দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের বুকে, পেটে ও ডান বাহুতে ছুরি দিয়ে কুপিয়ে এবং পেটের নাভির উপরে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে ভিকটিমের পরিবারসহ অন্যন্য রোহিঙ্গারা ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোন কিছু বলতে পারেনি। 

ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি