ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাস

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে বাবা-ছেলে এসএসসি পাস করে এলাকায় সাড়া ফেলেছেন। বাবা ইমামুল ইসলাম পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৭৯ এবং ছেলে আবু রায়হান পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৮২। 

দুজনেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নেন। 

এদিকে বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাসের খবরে এলাকায় আলোচনার ঝড় ওঠে। পাসের খবরে কেউ কেউ মিষ্টি নিয়ে এলাকায় গিয়ে বাবা-ছেলেকে মিষ্টি মুখ করান। প্রত্যাশিত ফল করায় শিক্ষকরাও বাবা-ছেলের ভবিষ্যত উজ্জল কামনা করেন। সহপাঠিরা দিয়েছেন বাহবা। 

বাবা ইমামুল ইসলাম বলেন, “সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পাসের পর আর স্কুলে যাওয়া হয়নি। জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে গার্মেন্টসে শ্রমিকের কাজ নেন।  ২০১৬ সালে সেই কাজ ছেড়ে বাড়ি ফিরে মুদি দোকানের ব্যবসা শুরু করি। পরে লোকলজ্জায় আর পড়ালেখা হয়ে উঠেনি।”

“তবে পারিবারিক সিদ্ধান্তে ২০২০ সালে ছেলের সঙ্গে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হই। এবার পাস করলাম, আরও লেখা পড়া করতে চাই।”

ছেলে আবু রায়হান বলেন, বাবার সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় ভীষণ খুশি হয়েছি। সামনে একসঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে বাবা-ছেলে পাস করায় তাদের অভিনন্দন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি