ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেই মিরাজ পেয়েছে জিপিএ-৫, হতে চান প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৩০ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৪১, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বাবার স্বপ্ন পূরণে হতে চান প্রকৌশলী।

মিরাজ ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরিবার আখাউড়া থাকলেও সে মামা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহের হোসেন খান মারা যান।

জানা যায়, ২১ সেপ্টেম্বর দুপুরে মোতাহের হোসেন খান অসুস্থবোধ করেন। ওই দিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ২২ সেপ্টেম্বর বিকেলে জানাজা শেষে দেবগ্রামের কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়।

মিরাজের মামা আরিফুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পরপরই গ্রামের বাড়িতে চলে যায় মিরাজ। সারারাত বাবার লাশের পাশে বসেছিল, কান্নাকাটি করে। সকালে বাবার লাশের কফিন ছুঁয়ে পরীক্ষা দিতে যায় মিরাজ। 

মাহিদুল হোসাইন খান মিরাজ বলেন, “এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আনন্দ লাগছে, তবে বাবা থাকলে আরও ভালো লাগত। বাবা আমার ফলাফল ও পড়াশোনা নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন। বড় হয়ে আমি বাবার স্বপ্ন পূরণে প্রকৌশলী হতে চাই।”

মিরাজের মা তাসলিমা বেগম বলেন, ছেলের ফলাফলে আমি ভীষণ খুশি। ওর বাবা বেঁচে থাকলে তিনিও খুশি হতেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি