ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার বেলা ১১টায় পূর্বাচলের ৩শ’ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি রাজধানীর খিলখেত থেকে আড়াইহাজার বিশন্দির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজিটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ ছয়জন আহত হন। 

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নারী মারা যান। এছাড়া দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি