ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন ও লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৩০ নভেম্বর ২০২২

নাটোরে হেরোইন বহনের দায়ে মাইনুল হক (৪৩) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাইনুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোরাজারামপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালায় পুলিশের একটি টিম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশী করা হয়। 

তল্লাশীকালে পিকআপের চালকের পাশে থাকা মাইনুল হকের দেহ থেকে ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। 

পরে আটককৃত মাইনুল হকের বিরুদ্ধে ১৭ এপ্রিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ দেড় বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ দুপুরে এই আদেশ দেন।

সরকারি কৌশলী সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি