কুমিল্লায় আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের ভিড়
প্রকাশিত : ১৫:৪২, ৩০ নভেম্বর ২০২২
কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউস্থ কর ভবন প্রাঙ্গণে করদাতাদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। শেষ দিন মনে করে রিটার্ন দাখিল করতে ভিড় করেন তারা।
বুধবার দুপুরে ভিড় আরও বেড়ে যায়। কুমিল্লার সংশ্লিষ্ট কর কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে দেখা গেছে।
করদাতারা জানান, কোন প্রকার হয়রানি ছাড়াই তারা রিটার্ন দাখিল করতে পারছেন এবং প্রাপ্তি স্বীকার বুঝে নিচ্ছেন।
কর কর্মকর্তারা জানান, এবছর করদাতাদের জন্য আয়কর সেবা আরও সহজীকরণ করা হয়েছে। এক টেবিলেই রিটার্ন জমা নেয়া ও প্রাপ্তি স্বীকার বুঝিয়ে দেয়া হচ্ছে।
এদিকে, ব্যক্তি শ্রেণির করদাতার ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা বর্ধিত করা হয়েছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা।
বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর পরীবিক্ষণ ও সমন্বয়) মো: সাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এএইচ
আরও পড়ুন