ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৪, ১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:৪৪, ১ ডিসেম্বর ২০২২

রাজশাহী কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে রকিবর রহমান ওরফে ওকিবর নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করা হয়। 

ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়।

২০০৪ সালের ৮ আগস্ট রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত চার আসামির মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলেন হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। 

তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি