ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সুনীল কুমার হত্যা, ৩ আসামির যাবজ্জীবন দণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩৯, ১ ডিসেম্বর ২০২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের সুনীল কুমার হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.মাসুদ আলী।

দণ্ডিতরা হলেন, রায়লক্ষ্মীপুর গ্রামের লিয়াকত আলী ও শওকত আলী এবং সদর উপজেলার কুতুবপুর গ্রামের সুলতান আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর পূর্ব পরিচিত অস্ত্রধারীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনীল কুমারের বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তাকে। ওই ঘটনায় নিহতের ভাই অনীল কুমার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

চাঞ্চল্যকর এই মামলায় ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক এই রায় ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি