ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশু নির্যাতনের দায়ে স্কুল শিক্ষক আটক

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৯, ২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রংপুরের পীরগঞ্জে শিশু নির্যাতনের দায়ে স্কুল শিক্ষক আবু বক্কর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, সাইকেল চুরির অভিযোগে ১০ বছরের শিশু রিফাতকে দু’দিন আটক রেখে নির্যাতন করে ওই শিক্ষক। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনা জানতে পেরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, গেল বুধবার সাইকেল চুরির অপবাদে রিফাতকে ধরে এনে নির্যাতন করেন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি