ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক সম্রাট বাবু গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২ ডিসেম্বর ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩০০ লিটার চোলাই মদসহ বাবু ভূইয়া ওরফে বাবু নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, বাবু একজন মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে সে চোলাই মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি ৩০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মাদক আইনে মামলা দিয়ে বাবুকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি