ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কসবায় ৫৩ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকে করে গাঁজা পাচারের সময় ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদরের ভাদুঘর এলাকার মো: বকুল ঢালীর ছেলে মুন্না ঢালী (২৪), কসবার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা কসবার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজাবাহী ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহিউদ্দিন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি