ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নলছিটিতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:১৩, ৪ ডিসেম্বর ২০২২

ঝালকাঠির নলছিটিতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে শামসুন্নাহার ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংবর্ধনা প্রদান করে।

পাশাপাশি করোনার সময়ে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভির ঝালকাঠির স্টাফ রিপোর্টার কে এম সবুজকে, শাবাব ফাউন্ডেশন, প্রাণের টানে রক্ত দান, বিডি ক্লিন, সিদ্ধকাঠি ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য শামসুন্নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।

শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ ফকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, একুশে টেলিভিশনের বিজ্ঞাপন ম্যানেজার কার্ত্তিক চন্দ্র দাস, মাওলানা গোলাম মোস্তফা মহিলা কলেজের শিক্ষক শাহ আলম সরদার ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হাসান টিটু।

করোনার দুঃসময়ে শামসুন্নাহার ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসহায়তা ও অক্সিজেন সেবা দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি জেলাজুড়ে সুনাম অর্জন করে। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজসহ সংবর্ধিতরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি