শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ’লীগ নেতা অবসর চৌধুরীকে অব্যাহতি
প্রকাশিত : ১১:১৬, ৩ ডিসেম্বর ২০২২
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দলটির জেলা কমিটির দলীয় সভায় গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। যার প্রেক্ষিতে জেলা কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তিনি কারণ দর্শানোর জবাব দাখিল করলে তা সন্তোষজনক না হওয়ায় সত্যতা যাচাই করতে জেলা কমিটির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত রিপোর্টে তার বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাকে দলের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দল থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, ‘অবসর চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শুক্রবার জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশও পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।”
এএইচ
আরও পড়ুন