ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় বিষ দিয়ে দুটি পুকুরের প্রায় ৭০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাতে উপজেলার সোয়াইড় বালাল গ্রামে এই মাছ নিধনের ঘটনা ঘটে।

পুকুর মালিকসহ সংশ্লিষ্টরা জানান, সোয়াইড় বালাল গ্রামে ৪২ ও ১৩ বিঘার দুটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন চৌগ্রামের জাহাঙ্গীর আলম । ওই দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ছেড়েছেন কমাস আগে। এই মাছ বেড়ে ওঠার জন্য প্রায় ৬০ লাখ টাকার খাদ্য ফেলেন  পুকুর দুটিতে। 

শুক্রবার রাতে কে বা কারা ওই দুটি পুকুরে বিষ দিলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে ওই দুটি পুকুরের মাছ মরে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়।
 
মাছচাষী জাহাঙ্গীর আলম বলেন, পুকুরে বিষ দেয়ায় তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি