ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এসআই পরিচয়ে বিয়ে, অতঃপর ধরিয়ে দিলেন স্ত্রী

রাজবাড়ী প্রারতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ী থেকে ফারহান মণ্ডল নামে এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকার সাবেক মেয়র মহম্মদ আলীর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

গ্রেপ্তার ফারহান মণ্ডল রংপুর পীরগাছা থানার অন্নদান নগরের কাশেম মণ্ডলের ছেলে।

ফারহান রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে বিয়ে করেন। স্ত্রীর কাছ থেকে তার শ্যালককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন।

বারবার সময় নেয়ার পর শেষ পর্যন্ত চাকরি না দিতে পারায় যোগাযোগ বন্ধ করে দেন। এরপরে তার স্ত্রী তাকে সমাধানের কথা বলে রাজবাড়ীতে ডেকে আনেন। 

পরে ফারহানকে পুলিশের হাতে তুলে দেন তারই স্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি