কুমিল্লায় ৭২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
প্রকাশিত : ১১:৩০, ৪ ডিসেম্বর ২০২২
কুমিল্লায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
রোববার (৪ ডিসেম্বর) র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে জেলার ঝাগুরজুলি এলাকায় ৭২ কেজি গাঁজাসহ ইমান হোসেনকে আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ঝাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। অভিযানে ৭২ কেজি গাঁজাসহ একই থানার উত্তর মাঝিগাছা গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোঃ ইমান হোসেনকে আটক করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরপূর্বক তাকে হস্তান্তর করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন