ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বেড়াতে এসে তরুণীর রহস্যজনক মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:৩৯, ৪ ডিসেম্বর ২০২২

নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বেলা সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসে ওই তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী শনিবার দুপুরে তার দূর সস্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনীতে বেড়াতে আসে। রোববার ভোরে চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানান। 

পরে, খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। 

এ ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক তরুণীর দূর সস্পর্কের চাচা বাহাদুর পলাতক রয়েছে। 

আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঞা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি