ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পাভেল হত্যায় কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:৩৫, ৪ ডিসেম্বর ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী মোঃ পাভেল (১৮) হত্যার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১২টায় এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন মাঠে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার বলেন, রাকিব আর পাভেল বন্ধু, এ ঘটনার একমাস আগে তাদের কলেজ ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে  রাকিবকে মারধর করে পাভেল। এর জের ধরে পাভেলের উপর রাগ সৃষ্টি হয় রাকিবের। পরে পাভেলকে মারধর করার জন্য খোঁজে থাকেন রাকিব। 

গ্রেফতারকৃতরা হলেন ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি