ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ৫ ডিসেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ কার্যালয়ে ককটেল হামলা ও হুমকীর ঘটনায় জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সোমবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা। 

ঘটনার বেশ ক’দিন অতিবাতিহ হলেও কোন অভিযুক্তকে গ্রেফতার অথবা দায়েরকৃত মামলার অগ্রগতি না হওয়ায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘চাঁপাই চিত্র’র সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, মাহবুবুল আলম, জোনাব আলী, আনোয়ার হোসেন দিলু, ডাবলু কুমার ঘোষ, মনোয়ার হোসেন জুয়েল, আজিজুর রহমান শিশির প্রমুখ সাংবাদিক আব্দুর রব নাহিদের সঞ্চালনায় ধর্মঘটে কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা দৈনিক চাঁপাই চিত্র কার্যালয়ে ককটেল হামলা ও সম্পাদককে হত্যার হুমকি ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে পুলিশের নিস্ক্রিয়তার প্রতিবাদ জানান। তারা দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

অন্যথায়, জেলায় কর্মরত সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচী পালন করবে বলে হুশিয়ারী দেন অবস্থান ধর্মঘট থেকে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি