ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবার আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো হল বিয়ের গেট

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল, সেই উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। যার যার পছন্দের দলের সমর্থনে কেউ রাঙ্গাচ্ছেন সেতু, কেউবা বাড়ি। এবার এই তালিকায় স্থান পেয়েছে বিয়ে বাড়ি।

নিজের বিয়েকে স্মরণীয় করতে সুশান্ত নামে এক আর্জেন্টিনাভক্ত নিজের বিয়ের গেইট সাজালেন আর্জেন্টিনার পতাকার রংয়ে।

সুশান্তের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) উপজেলার কাসেড্ডা গ্রামে তার গায়ে হলুদ। পরে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের মূল অনুষ্ঠান।
 
সুশান্ত বলেন, “ছোটবেলা থেকে মেসি ও আর্জেন্টিনার ভক্ত তিনি। বড় ভাইদের সঙ্গে মেসির খেলা দেখে অনেক সময় কেটেছে। তাই আর্জেন্টিনাকে ভালোবেসে বিয়ের গেট তৈরি করা হয়েছে আর্জেন্টিনার পতাকার থিম অনুসরণ করে।”

এ বিষয়ে সুশান্তের বড় ভাই প্রশান্ত কুমার জানান, তাদের পুরো পরিবার আর্জেন্টিনার ভক্ত। সুশান্তের এমন কাজে তারা সকলে খুব খুশি। 

এদিকে ভিন্ন প্রতিক্রিয়া গেট নির্মাতা জুবায়ের আহমেদের। তিনি আবার ব্রাজিলের অন্ধ সমর্থক। 

তিনি জানান, প্রথমে আর্জেন্টিনার পতাকার থিমে গেট বানাতে রাজি হননি। পরবর্তী সময়ে ব্যবসায়িক সুনাম রক্ষায় গেট তৈরির কাজে হাত দেন।

ইতোমধ্যে এ গেট দেখতে অনেকেই ভিড় করছেন ওই বিয়ে বাড়িতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি