বাসের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত, যাত্রীর পা বিচ্ছিন্ন
প্রকাশিত : ১২:৪৯, ৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:৫০, ৬ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্সের একটি বাসের ধাক্কায় শরিফ (১৮) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এসময় অটোরিক্সার যাত্রী প্রিয়তাব (১৩) নামের এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কালামিয়া বাড়ির হাজির পুরাতন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক শরীফ উপজেলার ইচাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আজমীরের ছেলে। পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রিয়তাব একই এলাকার মো. বেলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মডার্ন সিনটেক্সের নিজস্ব স্টাফ পরিবহনে রিকুইজিশনকারী চয়েস বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৪৭৭) বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত অটোরিক্সাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে অটোরিক্সার চালক নিহত হন এবং অটোরিক্সার যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কিশোর প্রিয়তাপকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই বাসের চালক ইউসুফকে আটক করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন